মেসি নাটকের অবসান ঘটার পর এখন বার্সেলোনার সমর্থকদের নজর কোচ রোনাল্ড কোম্যান কিভাবে তার দলকে আসন্ন মৌসুমের জন্য প্রস্তুত করছেন সেদিকে। রোনাল্ড কোম্যান কোচ হিসেবে দায়িত্ব গ্রহণের পর বেশ কয়েকদিন হয়ে গেছে। দল প্র্যাকটিসও করছে। দেরীতে হলেও মেসি যোগ দিয়েছেন প্র্যাকটিসে। আগের ইতিহাসের দিকে লক্ষ্য করলে দেখা যায় কোম্যান সাধারণত আক্রমণাত্মক কৌশলই পছন্দ করেন। আর্নেস্টো ভালভার্দে ও কিকে সেটিয়েনের কৌশলে যেন সরাসরি আক্রমণের ইচ্ছাটাই ছিলনা। কিন্তু কোম্যান ভিন্ন ধরনের দর্শনে বিশ^াসী। তিনি আক্রমণে দিয়েই প্রতিপক্ষকে কাবু করতে চান। তাই আসন্ন মৌসুমে বার্সেলোনার খেলার স্টাইলে কিছু পরিবর্তন আসবে। তবে তিনি একই স্টাইলে সীমাবদ্ধ থাকেননা। তিনি অল্প সময়ের জন্য হলেও হল্যান্ড জাতীয় দলের কোচ ছিলেন। তখন তিনি দলকে খেলিয়েছেন ৪-৩-৩ ফর্মেটে। তার কৌশল বাস্তবায়নের ক্ষেত্রে বিশেষ ভুমিকা রেখেছিলেন ফ্রাঙ্কি ডি অং। ডি অং এখন খেলছেন বার্সেলোনাতে। ফলে নিজের কৌশল বাস্তবায়নের জন্য তিনি ডি অংকে পাচ্ছেন। এ জন্য সম্ভবত একাদশ থেকে ছিটকে যেতে হবে সার্জিও বুসকুয়েটসকে। কোম্যান চান মাঝ মাঠে আধিপত্য এবং সৃষ্টিশীলতা। একই সাথে তিনি দলে চান পজিশনাল মিডফিল্ডার। এ পজিশনে তিনি খেলাতে পারেন মিরালেম পিয়ানিচকে। কোচ হল্যান্ড জাতীয় দলে এ কাজে ব্যবহার করেছিলেন জর্জিনিও উইনালডামকে। এখন তিনি পাবেন ফিলিপ কুটিনহোকে। তখন হয়তো পিয়ানিচকে খেলানো হবে আক্রমণভাগে। লিওনেল মেসিকে সম্ভবত একটু নিচের দিয়ে খেলিয়ে অ্যান্টনি গ্রিজম্যানকে খেলানো হবে একক স্ট্রাইকার হিসেবে। কোম্যান চান তার উইঙ্গাররাও গোল মুখে গিয়ে হামলা চালাক। সে কাজটি বেশ ভালভাবে করতে পারবেন আনসু ফাতি এবং ওসমানে ডেম্বেলে। লতারো মার্টিনেজকে শেষ পর্যন্ত কিনতে না পারলে কোচ নির্ভর করবেন গ্রিজম্যানের উপরই। গ্রিজম্যান সম্পর্কে কোচের বক্তব্য হলো, ‘সে খুবই ভাল খেলোয়াড়, কিন্তু উইঙ্গার নন।’