দীর্ঘ ১২ বছর পর উৎসবমুখর পরিবেশে ফরিদপুর প্রেসক্লাবের নির্বাচন
প্রকাশিত: ১০ সেপ্টেম্বর ২০২০, ১৪:০৮
আজ ১০ সেপ্টেম্বর উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে ফরিদপুর প্রেসক্লাবের। সাংবাদিকদের ভোট প্রদানের মাধ্যমে ফরিদপুরের সাংবাদিক সমাজ তাদের নতুন নেতৃত্ব নির্বাচিত করবেন। নির্বাচন ঘিরে জেলার সাংবাদিক ও বিভিন্ন উপজেলার উৎসুক সাংবাদিকদের ভীড়ে জমজমাট হয়ে উঠছে প্রেসক্লাব অঙ্গন। চলছে পছন্দের প্রার্থী সাংবাদিককে বিজয় করতে প্রচার ও প্রচারণা। সাধারণ মানুষের মুখে মুখে উঠে এসেছে প্রেসক্লাবের নির্বাচনী আলোচনা। কে হচ্ছেন সদ্য কালমেঘের ঘনঘটা ছাপিয়ে উঠা ফরিদপুর প্রেসক্লাবের নেতৃত্বের নতুন অধিকারী?
ফরিদপুর প্রেসক্লাবের এবারের নির্বাচনে দুটি প্যানেল নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে। দুটি গ্রুপের একটি হচ্ছে ফরিদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি কবিরুল ইসলাম-কামরুজ্জামান সোহেল-শেখ মফিজ শিপন পরিষদ। অন্য প্যানেলটি হচ্ছে ফরিদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি হাবিবুর রহমান হাবিব-মশিউর রহমান খোকন-মনিরুল ইসলাম টিটো পরিষদ।