যশোরের বেনাপোলের ঘিবা গ্রামে বসতভিটা জবরদখলসহ মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে বেনাপোল জেওসি লি. অফিসে বুধবার (৯ সেপ্টেম্বর) এক সাংবাদিক সম্মেলন করেছেন আব্দুল খালেক নামে একজন প্রান্তিক কৃষক। এ সময় তার পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন। লিখিত বক্তব্যে কৃষক আব্দুল খালেক বলেন, তার ছেলে সবুর হোসেন দীর্ঘদিন যাবত সুনামের সহিত সিএন্ডএফ ব্যবসা করে আসছে। তাকে জড়িয়ে কয়েকটি আঞ্চলিক গণমাধ্যমে মিথ্যা ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশিত হওয়ায় তাদের দৃষ্টি গোচর হয়েছে।
একটি প্রভাবশালী স্বার্থান্বেষীমহল তাদেরকে হেয় ও সামাজিক ভাবমূর্তি ক্ষুন করতে মিথ্যা ভিত্তিহীন ও বানোয়াট সংবাদ প্রকাশ করেছে। প্রতারিত করে ব্যাংক থেকে টাকা উত্তোলন, মাদক ব্যবসাসহ বিভিন্ন অসংগতিকর তথ্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি। লিখিত বক্তবে আরো বলেন, ঘিবা গ্রামের আলতাফ হোসেনের ছেলে নজরুল ইসলাম ও সহিদুল ইসলাম তাদের বসতভিটা জবরদখল করে তাদেরকে জীবন নাশের হুমকিসহ বিভিন্ন অপচেষ্টা চালিয়ে যাচ্ছে।