গেল কয়েকমাস ধরে নানা কারণেই আলোচনায় উঠে আসছেন প্রযোজক একতা কাপুর। এবার তার প্রযোজিত নতুন একটি ওয়েব সিরিজ নিয়ে বিতর্কের দানা বেঁধেছে। জানা গেছে, এই সিরিজের একটি নারী পাচার চক্রের ব্যবহৃত বাড়ির নাম রাখা হয়েছে অহল্যা বাঈ। আর তাতেই ক্ষোভে ফেটে পড়েছেন মুম্বাইবাসী।
মূলত অহল্যা বাঈ হোলকার একটি ঐতিহাসিক চরিত্র। কিন্তু তার নাম এভাবে ব্যবহার করায় মারাঠি জাত্যভিমানে আঘাত হেনেছে বলে মনে করছেন অনেকেই। তারই প্রেক্ষিতে মুম্বাইয়ের জুহুতে জিতেন্দ্র কন্যা একতার বাড়ির সামনে ক্ষোভ দেখান সাধারণ মানুষ।