টিকটকের বিক্রি নিয়ে তাল ঠুকতে নয়া আইন বেজিং-এর

এইসময় (ভারত) প্রকাশিত: ১০ সেপ্টেম্বর ২০২০, ০৯:৪৭

মার্কিন মুলুকে টিকটকের সাম্রাজ্য 'হাতবদল' নিয়ে নাটক অব্যাহত।ইতিমধ্যেই প্রেসিডেন্ট ট্রাম্প একতরফা 'ফতোয়া' দিয়ে দিয়েছেন, ২০ সেপ্টেম্বরের মধ্যে মার্কিন মুলুকে টিকটকের 'চিনা' মালিকানা 'মার্কিন' হাতে হাতবদল না করলে সেদেশে পরিষেবা চালু রাখতে দেবেন না তিনি।

যে রায়ের বিরুদ্ধে ইতিমধ্যেই আদালতের দ্বারস্থ কথা জানিয়েছেন বাইটড্যান্স কর্তৃপক্ষ। সেই আইনি যুদ্ধ শুরু হওয়ার আগেই নতুন আইন এনে দু'দেশের সরকারের মধ্যে এই নিয়ে সরাসরি সঙ্ঘাতের পথ আরও প্রশস্ত করে দিল বেজিং।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us