এক নারীর সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়িত থাকার অভিযোগে সাংবাদিক রেজাউল করিমকে আটক করেছে পুলিশ। বুধবার বিকেলে রাজধানীর পল্লবী বারনটেক থেকে তাঁকে আটক করা হয়। তিনি দৈনিক যুগান্তরে স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত। পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াজেদ আলী প্রথম আলোকে বলেন, বুধবার বিকেলে স্থানীয় বাসিন্দারা বারনটেকের একটি বাসায় রেজাউল করিম ও এক নারীকে অনৈতিক সম্পর্কে জড়িত থাকার অভিযোগে ঘেরাও করেন। পরে তাঁরা পল্লবী থানায় খবর দেন। পুলিশ গিয়ে সাংবাদিক রেজাউল করিম ও ওই নারীকে আটক করে থানায় নেয়। ওসি বলেন, ওই নারীর স্বামী মামলা দিলে তা গ্রহণ করা হবে।