ছোট ও বড় পর্দার আট নির্মাতা এবার নির্মাণ করছেন আটটি ওয়েব ফিল্ম। শিহাব শাহীন, গোলাম সোহরাব দোদুল, আশফাক নিপুণ, ইমরাউল রাফাত, কাজল আরিফিন, রায়হান রাফি, সঞ্জয় সমদ্দার ও মিজানুর আরিয়ান নির্মাণ করছেন ছবিগুলো। এরই মধ্যে ‘ট্রল’ ও ‘জানোয়ার’ নামে দুটি ছবির শুটিং শেষ হয়েছে। ‘ডার্ক রুম’ নামে আরেকটি ছবির শুটিং চলছে। এটি পরিচালনা করছেন গোলাম সোহরাব দোদুল।