কাঁচা মরিচে এত ঝাল!

নয়া দিগন্ত প্রকাশিত: ০৯ সেপ্টেম্বর ২০২০, ২০:২৫

রাজবাড়ীর কালুখালী কাঁচাবাজারে পেয়াজ ও কাঁচা মরিচের ঝাজ বেড়ে ভয়াবহ আকার ধারণ করেছে। এর ফলে বেগতিক অবস্থায় পড়েছে নিম্ন ও নিম্ন মধ্যবিত্ত আয়ের মানুষ।

জেলার মধ্যে সপ্তাহের বড় হাট বুধবার সরেজমিনে কালুখালী কাঁচা বাজারে গিয়ে কাঁচা মরিচের কথা বলতেই পাশের এক ক্রেতা বলে উঠল ভাই কাঁচা মরিচের ঝাল চরম পর্যায়ে। বাজারে কথা হয় মাধ্যমিক বিদ্যালয়ে চাকরিরত একজন শিক্ষকের সাথে তিনি বলেন, কাঁচা বাজারের যে অবস্থা তাতে আর বাজার করে খাওয়া দাওয়া হয়ে উঠছে না।

তিনি বলেন, মাত্র ২৫০ গ্রাম মরিচ কিনতে হলো ৫৫ টাকা দিয়ে অন্য বাজারের কথা বাদই দিলাম। আমাদের মতো শিক্ষকদের অবস্থা তো বেগতিক। এদিয়ে কাঁচা বাজারের ব্যবসায়ীরা বলছেন, বিভিন্ন স্থানে বন্যা হওয়ায় সবজির খেত তলিয়ে গেছে। আমাদের বেশি দামে কিনতে হচ্ছে তাই দাম বেশি নিয়েই আমাদের বিক্রি করতে হচ্ছে এখন। প্রায় দুই সপ্তাহ ধরে এ রকমই চলছে কাঁচা মরিচের দাম।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us