আদালত না চাইলে তদন্ত প্রতিবেদন জমা নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা টাইমস প্রকাশিত: ০৯ সেপ্টেম্বর ২০২০, ১৭:০১

পুলিশের গুলিতে অবসরপ্রাপ্ত মেজর সিনহা রাশেদ হত্যার ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন আদালত না চাইলে জমা দেয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। তবে কমিটির দেয়া বিভিন্ন সুপারিশ পুঙ্খানুপুঙ্খভাবে বিচার-বিশ্লেষণ ও পরীক্ষা-নিরীক্ষার পর বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন মন্ত্রী।

বুধবার (৯ সেপ্টেম্বর) বিকালে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে মন্ত্রী এসব কথা বলেন। এ সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কমিটির তদন্ত প্রতিবেদন একটি জাতীয় দৈনিকে প্রকাশিত হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন মন্ত্রী। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বন্ধ প্যাকেট নিয়ে আমাদের অতিরিক্ত (রাজনৈতিক) সচিব বসে আছেন। তার কাছে দায়িত্ব দেয়া হয়েছে তিনি একটি কমিটি তৈরি করে এই তদন্ত প্রতিবেদনটা পুঙ্খানুপুঙ্খভাবে পড়বেন, দেখবেন, বিশ্লেষণ করবেন। তারপর আমাদের সচিবের সামনে তুলে ধরবেন। আমরা পরবর্তী সময়ে কী করণীয় সেটা সিদ্ধান্ত নেব। এটা কিন্তু একেবারে পরিষ্কার। আমি আবারও বলছি, যেহেতু তদন্তাধীন এবং বিচারাধীন মামলা রয়েছে সেই জন্য বিচারক যদি মনে করেন, তারা যদি চান তাহলেই আমরা এটা (তদন্ত রিপোর্ট) দেব, না হলে আমরা দিচ্ছি না। তারা যখনই চাবেন, কিংবা তারা যদি প্রয়োজন মনে করেন তাহলে দেব।’
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us