ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশি বাঁধায় পণ্ড হয়ে গেছে ইসলামী বক্তা মুফতি গিয়াস উদ্দিন আত-তাহেরীর মাদক ও কিশোর গ্যাং বিরোধী সভা।
বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল ১১টায় সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের চাপুইর গ্রামে গিয়ে সভা বন্ধ করে দেয় পুলিশ। এতে ক্ষোভ প্রকাশ করেন সভায় আগতরা। তাহেরীর দাবি করোনাভাইরাসের কারণে সীমিত আকারেই সভার আয়োজন করা হয়েছিল। খোঁজ নিয়ে জানা গেছে, চাপুইর গ্রামে মুফতি গিয়াস উদ্দিন আত-তাহেরীর বাসভবনের সামনে খোলা জায়গায় দাওয়াতে ঈমানী বাংলাদেশ নামের একটি সংগঠন মাদক ও কিশোর গ্যাং বিরোধী সভার আয়োজন করে। মুফতি তাহেরী এ সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। সভায় মাছিহাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল আমিনুল হক পাভেল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা থাকলেও পুলিশ সভা বন্ধ করে দেওয়ায় চেয়ারম্যান সভাস্থলে আসেননি।