দিল্লিতে ধর্ষণের শিকার ৯০ বছরের বৃদ্ধা! গ্রেফতার অভিযুক্ত
প্রকাশিত: ০৯ সেপ্টেম্বর ২০২০, ১৪:৫০
তিন বছরের শিশু হোক বা ৯০ বছরের বৃদ্ধা। লালসার হাত থেকে রেহাই পাচ্ছেন না কেউই। সোমবার দিল্লির নজফগড়ের চাওলা এলাকায় ধর্ষণ ও যৌন নিগ্রহের শিকার হয়েছেন ৯০ বছরের এক বৃদ্ধা। মঙ্গলবার সেই ঘটনার কথা জানিয়েছেন দিল্লি মহিলা কমিশনের প্রধান স্বাতী মালিয়াল। বৃদ্ধাকে নিগ্রহের ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করে তার বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে পুলিশ।
সোমবার বিকাল ৫টা নাগাদ বাড়ির বাইরে গোয়ালার জন্য অপেক্ষা করছিলেন ওই বৃদ্ধা। তখন অভিযুক্ত ব্যক্তি এসে বৃদ্ধাকে জানায়, আজ গোয়ালা আসতে পারবে না। তার সঙ্গে গেলে দুধ পাওয়া যাবে বলেও বৃদ্ধাকে জানিয়েছিল অভিযুক্ত। এর পরই অভিযুক্ত বৃদ্ধাকে নিয়ে একটি ফার্ম এলাকায় নিয়ে যায় ও সেখানে একাধিকবার ধর্ষণ করে।