লম্বা সময় ঘরে থাকার কারণে শিশুদের মধ্যে আচরণগত নানান সমস্যা দেখা দিতে পারে।লকডাউনের প্রভাবে ছয় মাসেরও বেশি সময় ধরে ঘরে বন্দি সময় কাটছে শিশুদের।করোনাভাইরাস সংক্রমণ থেকে বাঁচার জন্য ঘরে থাকা ছাড়া আর উপায় নেই ঠিক, তবে এই লম্বা সময় ঘরে থাকার কারণে শিশুদের মধ্যে আচরণগত নানান সমস্যা দেখা দিচ্ছে।
ভারতীয় মনোবিজ্ঞানী নেহা কাদাবাম বলেন, “শিশুর আচরণগত সমস্যা নিয়ে আমাদের চিকিৎসাকেন্দ্রের মানুষের ফোন আসা বেড়ে গেছে ৪০ শতাংশ পর্যন্ত। পাশাপাশি নতুন বাবা-মায়েদের আমাদের পরামর্শ নেওয়ার মাত্রা বেড়েছে ২০ শতাংশ।”