কক্সবাজারের টেকনাফে মাদক নিয়ে অনুপ্রবেশকালে কাঠের নৌকাসহ ১ লাখ ২০হাজার পিস ইয়াবা বড়ির চালান জব্দ করেছে বিজিবি। সুত্র জানায়, বুধবার রাতের প্রথম প্রহরের দিকে টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের টেকনাফ বিওপির টহল দল মাদকের চালান অনুপ্রবেশের সংবাদ পেয়ে নাফনদী বরাবর বিআরএম-৫ পয়েন্টের দক্ষিণে লাফারঘোনা পয়েন্টে অবস্থান নেয়।
কিছুক্ষণ পর কয়েকজন লোক একটি হস্তচালিত নৌকা নিয়ে বাংলাদেশ অভ্যন্তরে ঢুকে পড়ে। তখন বিজিবি জওয়ানেরা চ্যালেঞ্জ করলে মাদক পাচারকারীরা নৌকা ফেলে জঙ্গলের ভেতর দিয়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি। তবে ঘটনাস্থল তল্লাশি করে দুইটা বস্তাসহ একটি কাঠের নৌকা পাওয়া যায়।