গুম হওয়ার ৫৩ দিন পর বেনাপোল থেকে উদ্ধার হন ফটোসাংবাদিক শফিকুল ইসলাম কাজল। এখনো তিনি কারাগারে।
বকশীবাজারের ‘অপরাজিতা’ বাড়িটার বসার ঘর থেকে ভেতরের দিকে তাকাতেই চোখে পড়ল একটা পোস্টার। মোটা হরফে লাল কালিতে লেখা ‘আমার বাবা কাজলের মুক্তি চাই।’
এই কাজল কারাবন্দী ফটোসাংবাদিক শফিকুল ইসলাম। আর পোস্টারের লেখাটা তাঁর ছেলে মনোরম পলকের। ঢাকা শহরের নানা প্রান্তে মনোরম এই দাবি নিয়ে দাঁড়িয়েছেন বহুবার। কিন্তু মুক্তি মেলেনি।