তিন ম্যাচের টেস্ট সিরিজ ১-০ ব্যবধানে হার। তিন ম্যাচের টি-২০ সিরিজ ১-১ সমতায় শেষ করা। এই ছিলো সদ্যই ইংল্যান্ড সফর শেষ করা পাকিস্তান ক্রিকেট দলের পারফরমেন্সের চিত্র। তারপরও দলের এমন পারফরমেন্সে খুশি নয় দেশটির ক্রিকেট বোর্ড।
পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান এহসান মানি বলেছেন, ইংল্যান্ডের মাটিতে জাতীয় দলের এমন পারফরমেন্সের ব্যাখা কোচ মিসবাহ-উল-হকের কাছে চাওয়া হবে। পাকিস্তানের দৈনিক পত্রিকা ডন এমন প্রতিবেদন করেছে।