জনি হত্যা : এসআই জাহিদসহ পাঁচজনের মামলার রায় দুপুরে
প্রকাশিত: ০৯ সেপ্টেম্বর ২০২০, ০৮:৪৫
থানায় নিয়ে জনি নামের এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগে করা মামলায় পল্লবী থানার তৎকালীন পুলিশের উপ-পরিদর্শক (এসআই) জাহিদুর রহমান জাহিদসহ পাঁচজনের বিরুদ্ধে করা মামলার রায় আজ (৯ সেপ্টেম্বর) দুপুর ২টায় ঘোষণা করা হবে। ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ এ রায় ঘোষণা করবেন।
ঢাকা মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) তাপস কুমার পাল বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি জাগো নিউজকে বলেন, ‘এসআই জাহিদসহ পাঁচজনের বিরুদ্ধে করা মামলার রায় বুধবার দুপুর ২টায় ঘোষণা করা হবে। এটি হবে নির্যাতন ও হেফাজতে মৃত্যু (নিবারণ) আইনের মামলার প্রথম রায়। রায়ে আসামিদের সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন প্রত্যাশা করছি।’