গাঁজা নিয়ে নতুন এক বিতর্ক তৈরি হয়েছে ভারতে। মন্দিরের প্রসাদ হিসেবে গাঁজা বিতরণের অভিযোগ পাওয়া গেছে কর্নাটক রাজ্যে। এমন খবরে নড়েচড়ে বসেছে প্রশাসন। টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে জানায়, কর্ণাটক রাজ্যে একদিকে পুলিশকে মাদক পাচারকারীদের চক্র নির্মূল করার কড়া নির্দেশ দিয়েছে প্রশাসন। অপরদিকে সে রাজ্যেই বিভিন্ন মন্দিরে প্রসাদ হিসেবে ভক্তদের গাঁজা দেওয়া হচ্ছে। প্রতিবেদনে বলা হয়, ভারতের উত্তর কর্ণাটকে এমন কয়েকটি মন্দির রয়েছে, যেখানে গাঁজাকে প্রসাদ হিসেবে মানেন সেখানকার কিছু সম্প্রদায়ের মানুষ। কর্ণাটকের ইয়াদগির জেলার তিনথিনিতে রয়েছে মৌনীশ্বর মন্দির।