আজ ৮ সেপ্টেম্বর বিশ্ব ফিজিওথেরাপি দিবস। দিবসটি উপলক্ষে সাভারের পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্রের (সিআরপি) ফিজিওথেরাপি বিভাগের পক্ষ থেকে মাসব্যাপী ফেসবুকে সরাসরি কর্মসূচিসহ বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
সিআরপির ফিজিওথেরাপি বিভাগের প্রধান আনোয়ার হোসেন বলেন, অস্থিসন্ধি ও মাংসপেশির ব্যথা, স্নায়ুরোগ, মেরুরজ্জু ও পক্ষাঘাতগ্রস্ততার সমস্যাসহ বার্ধক্য ও খেলাধুলাজনিত বিভিন্ন সমস্যা এবং রোগে এখানকার থেরাপিস্টরা ফিজিওথেরাপি চিকিৎসা সেবা দিয়ে আসছেন। সিআরপির সাভার কেন্দ্রসহ নয়টি উপকেন্দ্রের মাধ্যমে বছরে ৭০ হাজার রোগীকে ফিজিওথেরাপি চিকিৎসা ও পুনর্বাসন সেবা দেওয়া হচ্ছে।
ফারহানা আক্তার (২১) চট্টগ্রাম কমার্স কলেজের ছাত্রী। তিনি গুলেড বারি সিনড্রোমে (জিবিএস) আক্রান্ত হয়ে ২০১৯ সালের ২৬ আগস্ট অচল হয়ে পড়েন। মাথা ছাড়া শরীরের আর কোনো অংশ নাড়াতে পারতেন না তিনি। সেই ফারহানা সাভারের সিআরপির ফিজিওথেরাপি বিভাগে চিকিৎসা নিয়ে এখন লাঠি বা অন্য কিছুর ওপর ভর করে হাঁটতে পারেন।