You have reached your daily news limit

Please log in to continue


বৃষ্টিতে সিলেট নগরী থৈ থৈ

মেঘ থম থম করে কেউ নেই নেই/জল থৈ থৈ তীরে কিছু নেই নেই/ভাঙনের যে নেই পারাপার/তুমি আমি সব একাকার- কিংবদন্তী শিল্পী ভূপেন হাজারিকার ঐতিহাসিক এই গানটির কথা সবাই জানেন। গানটির প্রথম চার লাইনে এখন মিল পাওয়া যায় সিলেট নগরীতে। বৃষ্টি, জলাবদ্ধতা, উন্নয়নের কাজের ভাঙ্গাগড়ার খেলা-সব মিলিয়ে সিলেট নগরীর বেশ কয়েকটি এলাকার বাসিন্দারা দুর্ভোগের দিন কাটাচ্ছেন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন