গাজীপুর শহরকে পরিকল্পিত, মনোরম ও পরিবেশবান্ধব নগর হিসেবে গড়ে তোলার জন্য সংসদে ‘গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ বিল-২০২০’ অনুমোদন করা হয়েছে।মঙ্গলবার সংসদে গণপূর্ত ও গৃহায়ণ প্রতিমন্ত্রী শরীফ আহমেদ বিলটি উত্থাপন করেন এবং তা কণ্ঠ ভোটের মাধ্যমে পাস হয়। খবর ইউএনবিরগাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ (জিডিএ) হবে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ), খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (কেডিএ) ও রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) মতো।