বাঙালি নারী মানেই শাড়ি। শাড়ি পড়তে পছন্দ করেন না এমন বাঙালি নারী খুঁজে পাওয়া কষ্টই বটে। তবে শাড়ি পড়া হোক বা না হোক আলমারিতে সব ধরণের শাড়ি থাকা চাই ই চাই। জামদানি থেকে শুরু করে হাতের কাজের, সুতি কিংবা কাটান, মসলিন থেকে শুরু করে বেনারসি সবই রাখেন।
বর্তমানে হ্যান্ড পেইন্ট শাড়ির প্রতি আলাদা ঝোঁক তৈরি হয়েছে সবার। কেউ নিজে হাতে বানিয়ে নিচ্ছেন কেউবা ডিজাইনারদের কাছ থেকে কিনে নিচ্ছেন এই শাড়ি। শাড়িই হয়ে ওঠে আপনার ক্যানভাস। যেখানে তুলির আঁচরে স্বপ্ন বাস্তবে রূপ পায়। তবে বিশেষ এই ভালোবাসার শাড়ির যত্নটাও বিশেষভাবেই নিতে হয়।