দিশা সালিয়ানের মৃত্যুর পরেই সুশান্ত কেন নষ্ট করেন হার্ড ডিস্ক, ফোন করেন আইনজীবীকে?
প্রকাশিত: ০৮ সেপ্টেম্বর ২০২০, ১৪:৩০
মৃত্যুর কয়েকদিন আগে নিজের নাম গুগল করেছিলেন সুশান্ত। তাঁর মানসিক ব্যাধি নিয়েও উত্তর খুঁজেছিলেন সেখানে। দিশার মৃত্যুর দিন রিয়ার বাড়ি ছেড়ে চলে যাওয়া, হার্ড ডিস্ক নষ্ট করা, আবার উকিলের সঙ্গে যোগাযোগ— এই সব ঘটনা পরপর দুটি মৃত্যু নিছক কাকতালীয়? নাকি এর আড়ালে রয়েছে অন্য রহস্য?
৮ জুন, ১৪ তলা থেকে পড়ে গিয়ে মারা যান সুশান্ত সিংহ রাজপুতের প্রাক্তন ম্যানেজার দিশা সালিয়ান। তারপর ১৪ জুন মৃত্যু হয় সুশান্তের। দুটি আকস্মিক মৃত্যুর মধ্যে ফারাক মাত্র ছ’দিনের। তবে কি অভিনেতার মৃত্যুর সঙ্গে দিশার মৃত্যুর কি কোনও ভাবে যোগ রয়েছে? এই প্রশ্ন বারবার দাগ কেটেছে সবার মনে। এমনকি, পুলিশ বা সিবিআইও একেবারে উড়িয়ে দিতে পারেনি এই সম্ভাবনা।