দুঃসাহসের সুফল দারুণ

প্রথম আলো প্রকাশিত: ০৭ সেপ্টেম্বর ২০২০, ১৪:০৭

দেশে রেফ্রিজারেটরের কম্প্রেসর তৈরির মতো উচ্চ প্রযুক্তির পণ্য উৎপাদনে বিনিয়োগের সাহস দেখিয়েছিল দেশীয় কোম্পানি ওয়ালটন। এতে প্রতিষ্ঠানটি দারুণ সাফল্য পেয়েছে। বিভিন্ন দেশে রপ্তানিও শুরু করেছে। ওয়ালটনের অধীনে এখন ১৫টির বেশি প্রতিষ্ঠান আছে। তারা ফ্রিজের পাশাপাশি টেলিভিশন, শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র, কম্পিউটার ও ল্যাপটপ, মুঠোফোন, গৃহস্থালিতে ব্যবহার্য বিভিন্ন সরঞ্জাম, ইলেকট্রিক পণ্য, তার, রাসায়নিক, এলিভেটর বা লিফট, এলইডি বাতি ইত্যাদি তৈরি করে।

আপনার বাসায় যে রেফ্রিজারেটরটি আছে, সেটির মূল যন্ত্রাংশ কম্প্রেসর। হার্ট বা হৃদ্যন্ত্র যেমন মানুষের শরীরে রক্ত সঞ্চালন করে দেহকে সচল রাখে, তেমনি রেফ্রিজারেটরকে সচল রাখে কম্প্রেসর। দেশে কম্প্রেসর তৈরির একমাত্র কারখানাটি হচ্ছে ওয়ালটনের।

ইলেকট্রনিকস পণ্য উৎপাদনকারী দেশীয় প্রতিষ্ঠান ওয়ালটন কম্প্রেসর কারখানাটি স্থাপন করেছে ২০১৭ সালে। ওই বছর ৬ এপ্রিল গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডে কারখানাটির উদ্বোধন করেন তৎকালীন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us