হ্যাকিংয়ের ঝুঁকি এড়াতে লেনদেন সীমিত করেছে বেসরকারি পাঁচটি ব্যাংক। ব্যাংকগুলো হলো ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেড, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, সিটি ব্যাংক, ব্র্যাক ব্যাংক ও ট্রাস্ট ব্যাংক। সতর্কতার অংশ হিসেবে দিনের কিছু নির্দিষ্ট সময়ে এটিএম বুথে লেনদেন ও অনলাইন ব্যাংকিং বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ব্যাংকগুলো। পাশাপাশি জোরদার করা হয়েছে পর্যবেক্ষণ ব্যবস্থা।