বরিশালের উজিরপুরের বাসিন্দা তাঁরা। কৃষিকাজ করে সংসার চালান। কিন্তু বছরের ছয় মাস এলাকায় কোনো কাজ থাকে না। এই সময়টা বেকার বসে না থেকে চলে আসেন শরীয়তপুরের মেঘনা নদীর বিভিন্ন দুর্গম চরে। বছরের ছয় মাস চরে মাছ শিকার করে তা বিক্রি করে দেন। মাছ বিক্রির টাকা দিয়ে সংসার চালান।