ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ তাঁর স্ত্রী। কিন্তু সরকারের আর্থিক নীতির সমালোচনা করতে পিছপা হন না পরকলা প্রভাকর। এবার কোভিড-১৯ নিয়ে স্ত্রীর এক মন্তব্যের জেরে খেপলেন প্রভাকর।
নির্মলা সীতারমণ বলেছিলেন, ‘কোভিড দৈবদুর্বিপাক বা ঈশ্বরের মার। আর তার জেরেই অর্থনীতির সংকোচন।’ কার্যত স্ত্রীর মন্তব্যকেই কটাক্ষ করে গতকাল নির্মলার স্বামী অন্ধ্রপ্রদেশ সরকারের সাবেক জনসংযোগ উপদেষ্টা ও পেশাদার অর্থনীতিবিদ পরকলা প্রভাকরের মন্তব্য, ‘আসল দৈবদুর্বিপাক হলো দেশের অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় সরকারের মধ্যে সুসংহত ভাবনাচিন্তার অভাব।’ ইকোনমিক টাইমস সূত্রে এই খবর পাওয়া গেছে।