তেলাপোকার উপদ্রপ থেকে চিরতরে মুক্তি দেবে দারুচিনি, জানুন পদ্ধতি
প্রকাশিত: ০৬ সেপ্টেম্বর ২০২০, ১৩:৫০
বর্ষাকালে বিভিন্ন পোকামাকড়ের উপদ্রপ বেড়ে যায়। এর মধ্যে তেলাপোকা অন্যতম। তবে প্রায় সারাবছরই তেলাপোকার উপদ্রপ থাকে রান্নাঘরসহ অন্যান্য ঘরেও। যা খুবই বিরক্তিকর। এছাড়া তেলাপোকা রান্নাঘরে রাখা খাবারেও হাঁটাচলা করে। ফলে তা অস্বাস্থ্যকর ও খাওয়ার অযোগ্য হয়ে যায়। তাই সুস্থতার কথা চিন্তা করেই বাড়ি থেকে তেলাপোকা দূর করা খুব জরুরি।