বছরখানেক ধরেই কানাঘুষাটা শোনা যাচ্ছিল। রিয়াল মাদ্রিদ, শালকে ০৪ এর হয়ে খেলা সাবেক জার্মান ডিফেন্ডার ক্রিস্টফ মেটজেল্ডারের কাছে শিশুদের অশ্লীল ছবি ও ভিডিওচিত্র আছে, এই সন্দেহে তাঁর বাসায় হানাও দিয়েছিল পুলিশ, জব্দ করেছিল কম্পিউটার। সে অভিযোগেরই সত্যতা পেয়েছে জার্মান পুলিশ। ডুসেলডর্ফের সরকারি কৌঁসুলি এ ব্যাপারে আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছেন।
বিবৃতিতে মেটজেল্ডারের নাম সরাসরি না নেওয়া হলেও, বলা হয়েছে, জার্মানির হয়ে আন্তর্জাতিক ম্যাচ খেলা ফুটবল তারকার বিরুদ্ধে শিশু পর্নোগ্রাফির অভিযোগ প্রমাণিত হয়েছে। বলা হচ্ছে, মেটজেল্ডারের কাছে যে শুধু অশ্লীল ছবি ও ভিডিও ছিল তাই-ই নয়, তিনি অন্তত আরেকজন মহিলাকেও এসব দিয়েছেন।