বগুড়ার শেরপুর উপজেলার প্রায় অর্ধশত সরকারি ওয়েব পোর্টাল হালনাগাদ না করায় অনলাইনে জরুরী তথ্যপ্রাপ্তি থেকে বঞ্চিত হচ্ছে সচেতন মানুষেরা। সংশ্লিষ্টদের উদাসীনতার কারণে সরকারি এসব ওয়েব পোর্টালে প্রয়োজনীয় তথ্যের দশ শতাংশও পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ উঠেছে।
অনুসন্ধানে জানা গেছে, ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রকল্প এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে সারাদেশের জেলা,উপজেলা থেকে ইউনিয়ন পর্যায়ের সরকারি দপ্তরের গুরুত্বপুর্ণ তথ্যের সমন্বয়ে জাতীয় তথ্য বাতায়নের আওতায় আলাদা আলাদা ওয়েব পোর্টাল তৈরী করা হয়েছে।