বিদ্যুৎ নেই তাতে কি গায়েবি বিদ্যুতেই ডিসপ্লেসহ মিটারের রিডিং ঘুরছে! তাও একটি নয়, চারটি বৈদ্যুতিক ডিজিটাল মিটারে। ঘটনাটি ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরশহরের তারাগণ গ্রামের সৈয়দ তাজুল ইসলামের বাড়িতে। সেখানে গেলেই দেখতে পাবেন গায়েবি বিদ্যুতে কিভাবে চারটি মিটারের রিডিং ঘুরছে।