২১ সেপ্টেম্বর খুলছে নিউইয়র্কের স্কুল

বাংলাদেশ প্রতিদিন প্রকাশিত: ০৬ সেপ্টেম্বর ২০২০, ০৯:৩১

অভিভাবক এবং শিক্ষকদের পরামর্শক্রমে নিউইয়র্ক সিটির পাবলিক স্কুল ১০ সেপ্টেম্বরের পরিবর্তে খুলবে ২১ সেপ্টেম্বর। স্কুল ভবনের পরিবর্তে খেলার মাঠ, পার্শ্ববর্তী রাস্তা অথবা পার্কে ক্লাস নেয়া হবে স্বাস্থ্যবিধি মেনে। শিক্ষা বিভাগের পক্ষ থেকে আরও বলা হয়েছে, ইতিমধ্যেই ৮ শতাধিক স্কুলকে এ ধরনের অনুমতি দেয়া হয়েছে। অন্য স্কুলগুলোও খোলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

স্কুল খুলবে, নাকি অনলাইনে ক্লাস নেয়া হবে- এ নিয়ে মাসখানেক ধরেই নানা বিতর্ক চলছিল। অভিভাবকেরা চাচ্ছিলেন, অনলাইনে ক্লাস অব্যাহত রাখতে। অধিকাংশই শিক্ষক এমন মত দিয়েছিলেন। পরবর্তীতে সিটি মেয়র ও শিক্ষা বিভাগের পক্ষ থেকে নিরাপদে ক্লাস পরিচালনায় বিভিন্ন কর্মসূচি ঘোষণা করে। স্কুলে প্রবেশকালে হ্যান্ড স্যানিটাইজার থাকবে। সকলকে মাস্ক পরতে হবে। সামাজিক দূরত্ব বজায় রেখে শ্রেণি কক্ষ সাজানোর অঙ্গীকারও করেন সিটি মেয়র। স্কুল ভবনকে প্রতিদিনই সকালে পরিষ্কার করার কথাও বলা হয়। শুধু তাই নয়, প্রতিটি বিদ্যালয়েই একজন করে নার্স থাকবে বলেও নিশ্চয়তা দেয়া হয়েছে।

অবশেষে সিটি প্রশাসন, পার্ক কর্তৃপক্ষ, পরিবহন কর্তৃপক্ষ, দমকল বাহিনী, পুলিশসহ সংশ্লিষ্ট সকল পক্ষ সামগ্রিক পরিস্থিতির আলোকে বৈঠক করে সর্বশেষ তারিখ ঘোষণা করেছেন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us