চুয়াডাঙ্গা পৌর এলাকাকে পাখির অভয়াশ্রম হিসেবে ঘোষণা করতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে পৌরসভা। পৌর এলাকাকে পাখিদের অভয়াশ্রম হিসেবে গড়ে তুলতে গাছে গাছে মাটির কলস ঝুঁলিয়ে দিয়ে পাখিদের আবাসস্থল গড়ে দিচ্ছে পৌরসভা।প্রথমে ৫০০টি মাটির কলস দিয়ে ওই কার্যক্রম শুরু হলেও পুরো পৌর এলাকায় ১০ হাজার কলস টানাবে পৌরসভা।