সাত বছরের শিশু তাসলিমা। সকাল হতেই ডিঙি নৌকায় বিলে ভাসে সে। উদ্দেশ্য শাপলা ফুল তুলবে। এই শাপলা ফুল বেচেই তো ঘেরের জন্য চাল, ডাল ও তেল কিনতে হবে। অন্যান্য সময়ের তুলনায় বর্ষা এলেই যেন তাসলিমার মতো বরিশালের বিভিন্ন এলাকাবসীর ব্যস্ততা বেড়ে যায়। চারদিকে থৈ থৈ জলরাশি বিস্তৃত শুধু শাপলা আর শাপলা।