মাত্র ২০০ টাকায় বছরব্যাপী সুপেয় পানি পৌঁছানে হবে পৌরবাসীর ঘরে ঘরে। প্রায় ২৮ বছর পর ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ পৌরবাসীর জন্য ফের চালু হলো পানি সরবরাহ সেবাটি। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতর প্রায় ১০ কোটি টাকা ব্যয়ে এরইমধ্যে পাম্প বসানো, পাম্প হাউজ নির্মাণ, সংযোগ লাইন নির্মাণ সম্পন্ন করেছে। পানি সরবরাহ চালু হলে পৌরবাসীদের ব্যক্তিগত মোটরে পানি তোলায় বিদ্যুৎ বিলের অতিরিক্ত খরচ কমে যাবে।