লকডাউন কিছুটা শিথিল হতেই স্বামী আনন্দ আহুজাকে নিয়ে লন্ডনে উড়ে গিয়েছেন বলিউড অভিনেত্রী সোনম কাপুর। সেখানে গিয়ে বেশ খোশমেজাজেই রয়েছেন তিনি। সময় কাটাতে কখনো বই পড়ছেন, আবার কখনো বা বাড়ির বাহিরে গিয়ে শরীরের ঘাম ঝরাচ্ছেন। সেসব ছবি ও ভিডিও ভক্তদের সঙ্গে শেয়ার করে নিতেও ভুলছেন না তিনি। এবার সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক এক টুইট করে বসলেন 'রানঝানা' খ্যাত এই চিত্রতারকা।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) নিজের টুইটার হ্যান্ডেলে আইরিশ লেখক জর্জ বার্নার্ড শয়ের একটি উক্তি পোস্ট করেছেন সোনম কাপুর। তিনি লিখেছেন, 'অনেক আগেই শিখেছিলাম শুয়োরের সঙ্গে কখনো কুস্তি লড়তে যেওনা। তাহলে নিজের গায়েই কাদা লাগবে। পাশাপাশি শুয়োরও খুশি হবে।'
এদিন কারো নাম উল্লেখ না করেই ক্ষোভ উগরে দেন অনিলকন্যা। তবে কারো বুঝতে বাকি নেই যে, তিনি কঙ্গনা রানাউতকে খোঁচা দিয়েছেন। গেল কয়েকদিন আগে সুজান খানের বোন ফারাহ খান আলীকে টুইটারে ব্লক করে দিয়েছেন কঙ্গনা। পেশায় ডিজাইনার ফারাহ খান সোনমের ঘনিষ্ঠ বন্ধু। তাই কঙ্গনার উদ্দেশ্যে এই মন্তব্য করেছেন সোনম বলেই অনেকের ধারণা।