You have reached your daily news limit

Please log in to continue


নারায়ণগঞ্জে দগ্ধ শিশুর মৃত্যু

নারায়ণগঞ্জের মসজিদে বিস্ফোরণের ঘটনায় অগ্নিদগ্ধদের মধ্যে এক শিশুর মৃত্যু হয়েছে। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন বছর সাতেকের ওই শিশুটির নাম জুয়েল। আগুনে তার শরীরের ৯০ শতাংশ পুড়ে যায়। নারায়ণগঞ্জ শহরের তল্লা এলাকার বায়তুস সালাত জামে মসজিদে বিস্ফোরণের ঘটনায় অর্ধশত মানুষ দগ্ধ হয়। তাদের মধ্যে গুরুতর ৩৬ জনকে আশংকাজনক অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার রাত নয়টায় এশার নামাজের সময় ওই বিস্ফোরণ ঘটে। দগ্ধদের উদ্ধার করে দ্রুত প্রথমে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নেয়া হয়। পরে তাদের ঢামেকের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। বিস্ফোরণে মসজিদের ভেতর আগুন জ্বলে উঠে এবং কাঁচ ভেঙে মুসল্লিরা আহত হয়। মসজিদের ভেতরের ৬টি এসি দুমড়ে মুচড়ে গেছে। ২৫টি সিলিং ফ্যানের পাখা বাঁকা হয়ে গেছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন