গতকাল ছিল কিংবদন্তিতুল্য শিল্পী সাবিনা ইয়াসমীনের ৬৬তম জন্মবার্ষিকী। বাড়িতেই তিনি ছিলেন। কীভাবে বিশেষ দিনটি কাটল, আর সংগীতের দীর্ঘ পথ পাড়ি দেওয়ার অভিজ্ঞতার কথা তাঁর কাছ থেকে জেনেছেন।
প্রতিবছর যেভাবে জন্মদিন উদ্যাপিত হতো, এই বৈশ্বিক বিপর্যয়ে নিশ্চয়ই সেভাবে হয়নি। তারপরও যদি বলতেন, রাত ১২টা থেকে আজ (শুক্রবার) সারা দিন কীভাবে কাটল আপনার?
এ পর্যন্ত কখনোই আমি ঘটা করে জন্মদিন উদ্যাপন করিনি। সব সময় ঘরোয়া পরিবেশে করে এসেছি। বাড়িতে আমার আত্মীয়স্বজন, আমার মেয়ে, দুই–চারজন বন্ধুবান্ধব আসে, তাদের নিয়েই উদ্যাপন করেছি। এবার সেটাও হয়নি। কেউ আসতে পারেনি। তবে প্রথম ফোন করে উইশ করে আমার মেয়ে (বাঁধন)। এরপর রাত ১২টা থেকে মুঠোফোন, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ভাইবারে এক হাজারের ওপর শুভেচ্ছা পেয়েছি। কোনটা যে দেখব, কাকে যে উত্তর দেব, বুঝতে পারছিলাম না। তবে আজ (শুক্রবার) ফেসবুকে একসঙ্গে সবার উদ্দেশে ধন্যবাদ জানিয়ে দিয়েছি।