আরে মহাশয়, সেই মানুষদের আপনি কি খাওয়াচ্ছেন?

বাংলাদেশ প্রতিদিন প্রকাশিত: ০৪ সেপ্টেম্বর ২০২০, ২২:৩৬

আমি কখনো সেই অর্থে কুকুর পুষি নাই, তবে রাস্তায় যখনি অভুক্ত কুকুর-বিড়াল যাই পেয়েছি একটু খাবার দেয়ার চেষ্টা করেছি। রাস্তা ঘাটে এরকম কুকুর-বিড়ালের সংখ্যা নেহায়েত কম নয়! সর্বশেষ আগের অফিসের দুইটা কুকুরকে খাওয়াতাম; তাদের সাথে আরও কয়েকটি এসে ভিড় জমাতো! ওদের মনে ভয় ছিল না হয়তো।

ইসলামের দৃষ্টিতে কুকুরের লালাকে নাপাক বলা হয় কিন্তু তা সত্ত্বেও প্রয়োজনীয় সম্পদ পাহারা দেয়া, শত্রু থেকে রক্ষা পাওয়ার নিমিত্তে কুকুর পালনকে নিরুৎসাহিত করা হয়নি!

কোনো এক হাদিসে পড়েছিলাম, স্বাভাবিক অবস্থায় থাকা কুকুর নিধন করা ইসলামের দৃষ্টিতে অপছন্দনীয় (হাদীসের প্রামাণ্য যাচাইয়ের সুযোগ হয়নি, তাই সত্য, মিথ্যা জানি না)! এখন কথা হচ্ছে বহু কারণে মানুষ নাপাক হয় তাই বলে সেখান থেকে পাক হওয়ার সুযোগ মানুষের জন্য নেই তা কিন্তু নয়!
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us