You have reached your daily news limit

Please log in to continue


পদ্মার তীর রক্ষায় আরো ১৪৭ কোটি টাকার প্রস্তাব মন্ত্রণালয়ের

শরীয়তপুরের জাজিরা ও নড়িয়া উপজেলায় পদ্মা নদীর ডান তীর রক্ষা প্রকল্পে সংশোধন প্রস্তাব করা হয়েছে। সংশোধিত প্রস্তাবে বাড়তি ১৪৬ কোটি ৭৩ লাখ ১৩ হাজার টাকা চাওয়া হয়েছে। পানিসম্পদ মন্ত্রণালয় ও পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, প্রকল্পটি অনুমোদনের সময় ২০১৭ সালের অক্টোবর থেকে ২০২১ সালের জুনের মধ্যে বাস্তবায়নের সময় নির্ধারণ করা হয়। তবে তারা এই সময়ের মধ্যে কাজ শেষ করতে পারবে কিন্তু এ জন্য বাড়তি টাকা প্রয়োজন। প্রকল্পটি যখন পাস হয় তখন এর খরচ ধরা হয়েছিল ১ হাজার ৯৭ কোটি ২০ লাখ ৯০ হাজার টাকা। তবে এই কাজ শেষ করতে এখন ১ হাজার ২৪৩ কোটি ৯৪ লাখ ৩ হাজার টাকা লাগবে। প্রকল্প সংশোধনের কারণ ব্যাখ্যা করে পানিসম্পদ মন্ত্রণালয় ও পানি উন্নয়ন বোর্ড বলছে, প্রকল্প অনুমোদনের পর ২০১৮-১৯ অর্থবছরে ভাঙনের তীব্রতার পরিপ্রেক্ষিতে পুনরায় জরিপ করে নকশা সংশোধন করা হয়। সংশোধিত নকশা অনুযায়ী জিও ব্যাগের ডাম্পিং ভলিউম ৭৬ মিটারের পরিবর্তে ৭৬-১২৩ মিটার নির্ধারণ করা হয়েছে। একইসঙ্গে ব্লকের ডাম্পিং ভলিউম ২৬ মিটারের পরিবর্তে ৪০-৫০ মিটার নির্ধারণ করা হয়েছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন