পরিত্যক্ত ঘরে ১০ ‘বোমা’ বিস্ফোরণ, এলাকাজুড়ে আতঙ্ক

ডেইলি বাংলাদেশ প্রকাশিত: ০৪ সেপ্টেম্বর ২০২০, ১৬:০৪

শরীয়তপুরের নড়িয়ার মীরকান্দাপাড়া মোল্লাকান্দি গ্রামের একটি পরিত্যক্ত ঘরে ১০টি ককটেল ‘বোমা’ বিস্ফোরিত হয়েছে। এতে এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
শুক্রবার বেলা ১১টায় এ ঘটনা ঘটে। এ খবর পেয়ে ঘটনাস্থলের আশপাশে জড়ো হন উৎসুক জনতা।

নড়িয়া থানা ও স্থানীয় সূত্র জানায়, মীরকান্দাপাড়া মোল্লাকান্দি গ্রামের সালাউদ্দিন ছৈয়ালের ছেলে কামাল ছৈয়ালের একটি পরিত্যক্ত ঘরে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ হয়। পরে এলাকার লোকজন এসে দেখেন ককটেল বোমা বিস্ফোরণ হয়েছে। এতে পাশের সুমন মোল্লার পাকা বাড়ির ব্যাপক ক্ষতি হয়েছে। তাৎক্ষণিক স্থানীয়রা নড়িয়া থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে একটি তাজা ককটেলসহ ঘরের উত্তর পাশের ডোবা থেকে ১৪টি টেঁটা ও পাঁচটি ডাল উদ্ধার করে।

মীরকান্দাপাড়া মোল্লাকান্দি গ্রামের আমির হোসেন মোল্লা, আজিজুল মাদবর, মোসলেম ফরাজি, খলিল ফরাজি, হোসেন মাদবরসহ স্থানীয়রা জানান, সকালে হঠাৎ বিকট শব্দ শুনে কামাল ছৈয়ালের বাড়িতে যান তারা। সেখানে একটি পরিত্যক্ত ঘরে ককটেল বিস্ফোরণ ঘটেছে বলে তারা দেখেছেন। ওই সময় প্রায় ৮-১০টি ককটেল বোমা বিস্ফোরণ হয়। এখন এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us