প্রতিদিন নিয়ম করে ত্বকের যত্ন নেন অনেকে। তবে বেশিরভাগ সময়ই আমরা ভুলে যাই হাত পায়ের কথা। অনেক সময় সপ্তাহান্তেও নেয়া হয়না হাত পায়ের খেয়াল। তবে সৌন্দর্যের অন্যতম একটি দিক কিন্তু হাত পা। পার্লারে বা বাড়িতে করা যেতে পারে পেডিকিউর- মেনিকিউর।
তবে সবার জন্য এগুলো সুফল দেয় না। অনেকের জন্য হতে পারে ক্ষতির কারণ। জানেন কি? কাদের জন্য পেডিকিউর হতে পারে বিপজ্জনক। ভাবছেন পেডিকিউর করা কীভাবে ক্ষতির কারণ হতে পারে? হ্যাঁ, যারা ডায়াবেটিসে ভুগছেন তাদের জন্য পেডিকিউর করা হতে পারে মারাত্মক বিপজ্জনক।