বাংলায় একটি প্রবচন খুবই জনপ্রিয়- ‘হাতে বল, পায়ে বল, মাথায় বল, ফুটবল’। গোলাকার একটি বস্তুর মাধ্যমে অল্প সময়ের ব্যবধানে বিভিন্নভাবে নৈপুণ্য প্রদর্শন করেন ফুটবলাররা। খেলোয়াড়দের হেড, ব্যাকলিফট, ড্রিবলিং, পাসসহ নানারকম কারিকুরি দেখার মাধ্যমে দর্শকরা আনন্দ পেয়ে থাকেন। তবে প্রতিপক্ষের রক্ষণভাগ চিড়ে বল পায়ে আকস্মিকভাবে ক্ষিপ্রগতির দৌড় একটু বেশিই মনোমুগ্ধকর। এ পর্যন্ত অনেক ফুটবলারই দৌড়ের গতিতে সবাইকে মুগ্ধ করেছেন।