করোনাভাইরাসের প্রভাবে গত পাঁচ মাসে ঢালিউডে সিনেমা নির্মাণ নেই বললেই চলে। পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের শুটিং ছিল না একেবারেই। সিনেমা হল বন্ধ থাকার কারণে মুক্তি পায়নি কোনো সিনেমা। ধীরে ধীরে সচল হচ্ছে চলচ্চিত্র নির্মাণের চাকা। তবে এই সময়ে ঘরবন্দী তারকাদের দিয়ে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের যেন জোয়ার এসে যায়। বড় পর্দা ও ছোট পর্দার অনেক তারকা নির্মাতা নানা স্বাদের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করেছেন। সেখানে বড় পর্দা ও ছোট পর্দার অনেক অভিনয়শিল্পী অভিনয় করেছেন। গত পাঁচ মাসে প্রায় দুই ডজন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের খবর পাওয়া গেছে।