কন্যাশিশুটির চোখ-মুখ শুকনা। তার পরনে ময়লা কাপড়, আর হাতে একটি ব্যাগ। পঞ্চগড় শহরের অলিগলিতে আর্থিক সাহায্যের জন্য মানুষের কাছে হাত পাতছে সে। নাম তার আকলিমা আক্তার (১২)। অসুস্থ বাবার ওষুধ ও ভাতের জোগাড় করতেই প্রতিদিন আকলিমা ছুটে চলে শহরের আনাচকানাচে। বছরখানেক ধরে ভিক্ষা করছে মেয়েটি।