নোয়াখালীতে লাঠিয়াল বাহিনীর হাতে জিম্মি ৪ হাজার সিএনজি-অটোরিকশা

যুগান্তর প্রকাশিত: ০৩ সেপ্টেম্বর ২০২০, ১৯:২৭

নোয়াখালীর ৪ হাজার সিএনজি ও অটোরিকশাচালক চাঁদাবাজ লাঠিয়াল বাহিনীর হাতে জিম্মি হয়ে পড়েছেন। এ লাঠি বাহিনী জেলায় প্রতিদিন ৪ লাখ ৪৪ হাজার চাঁদাবাজি করছে। চাঁদা দিতে গড়িমসি করলে চালকদের মারধর করে গাড়ি ভাংচুর করে। আর চাঁদা না দিলে গাড়ি খেয়ে ফেলে (চাঁদাবাজদের ভাষায়)। জেলার ৯টি উপজেলার ২১টি স্পট থেকে প্রতিটি সিএনজি অটোরিকশা থেকে ২০ টাকা হারে চাঁদা আদায় করা হয়। স্পটগুলো হচ্ছে জেলা শহরের সুধারাম থানার সামনে হাসপাতাল সড়কের মাথা, মাইজদী বাজার, ইসলামিয়া সড়ক, সোনাপুর চৌরাস্তায়, কবির হাট, বসুরহাট, নোয়াখালী জেনারেল হাসপাতালের সামনে, রাজগন্জ, ছয়ানী, চন্দ্রগন্জ পূর্ববাজার, বাংলাবাজার, বেগমগঞ্জ চৌরাস্তা, চৌমুহনী কাচারীবাড়ি মসজিদ সংলগ্ন, জমিদার হাট, সেনবাগ রাস্তার মাথা, ছাতারপাইয়া, সেনবাগ বাজার, সোনাইমুড়ি বাইপাস, সোনাইমুড়ী বাজার, থানার হাট, চাটখিল বাজার, খিলপাড়া বাজার ও সাহাপুর বাজার। এর প্রতিটি স্পটে শিফটিং করে লাঠি হাতে চাঁদাবাজ বাহিনীর লোকেরা পাহারা দেয়। তবে বেশি বেপরোয়া বেগমগঞ্জ চৌরাস্তার চাঁদাবাজরা। তারা সিএনজি, অটোটেম্পো, বাস, ট্রাক এমনকি জেলার বাহির থেকে আসা প্রাইভেটকার, মাইক্রোবাস কিছুই ছাড়ে না। কেউ তর্ক করলে নামিয়ে মারপিট করে এবং প্রাইভেট কারের মালিক ও যাত্রীদের অপমান করে থাকে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us