করোনাভাইরাসের কারণে আগামী দিনে ছোট বড় বেশ কিছু ব্যবসা যে মুখ থুবড়ে পড়বে, লালবাতি জ্বালবে বহু নামজাদা প্রতিষ্ঠান, তার ইঙ্গিত স্পষ্ট হয়ে উঠছে। তার উপর কমছে সুদের হার। ফলে যারা এর উপর নির্ভর করে সংসার চালান, তাদের বিরাট দুর্গতি। করোনা পরবর্তী পৃথিবীতে টিকে থাকতে গেলে খরচ কমাতেই হবে। অন্তত আগামী কয়েক বছর। ঘোরতর আর্থিক মন্দার হাত এড়িয়ে কেউই আর বাঁচতে পারবেন না। কাজেই বিপদ বেড়ে যাওয়ার আগেই খরচের হাত কমাতে হবে।