ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো (NCRB)-র রিপোর্ট বলছে, ২০১৯ সালে প্রতি ঘণ্টায় দেশে ৪৮ জন মারা গিয়েছেন বিভিন্ন দুর্ঘটনায়। ২০১৮ সালের তুলনায় যা সামান্য বেশি। রিপোর্টে বলা হয়েছে, গত বছর ৪.১ লক্ষ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে। এর ৪৪ শতাংশই হল সড়ক ও রেল দুর্ঘটনায় মৃত্যু। এ ছাড়া বন্যা, বজ্রপাত, ঝড়বৃষ্টির মতো প্রাকৃতিক দুর্যোগে মৃত্যু রয়েছে। রয়েছে হিট স্ট্রোকে মৃত্যুও।