সন্ত্রাসবাদের অভিযোগ, ‘হোটেল রুয়ান্ডার’ হিরো রুসেসাবাগিনা আটক

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ০১ সেপ্টেম্বর ২০২০, ১৫:৫৬

ছাব্বিশ বছর আগে অসীম সাহসিকতায় এক হাজার ২০০রও বেশি মানুষকে গণহত্যার হাত থেকে বাঁচানো পল রুসেসাবাগিনাকে সন্ত্রাসবাদ, অগ্নিসংযোগ ও খুনসহ একাধিক অভিযোগে গ্রেপ্তার করেছে রুয়ান্ডার কর্তৃপক্ষ। সোমবার দেশটির তদন্ত ব্যুরো এক বিবৃতিতে রুসেসাবাগিনাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে বলে জানিয়েছে নিউ ইয়র্ক টাইমস। ১৯৯৪ সালে রুয়ান্ডা গণহত্যার সময় হুতু জনগোষ্ঠীর সদস্য রুসেসাবাগিনা রাজধানী কাগিলের একটি হোটেলের ব্যবস্থাপক ছিলেন; তিনি সেসময় সহিংসতা থেকে পালিয়ে আসা হাজারেরও বেশি মানুষকে আশ্রয় দিয়ে তাদের জীবন বাঁচাতে ভূমিকা রেখেছিলেন।
পরে এই ঘটনার অনুপ্রেরণায় নির্মিত হয় চলচ্চিত্র ‘হোটেল রুয়ান্ডা’। আড়াই দশক পুরনো রুয়ান্ডা গণহত্যায় তুতসি ও হুতু জনগোষ্ঠীর প্রায় ১০ লাখ মানুষ নিহত হয়েছিল বলে ধারণা করা হয়।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us