মুসলিম উম্মাহর হৃদয়ে ঝড়তোলা একটি স্থাপনা সবুজ গম্বুজ। যা বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লামের রওজা পাকের ওপর নির্মিত মসজিদে নববীর সবচেয়ে বড় সবুজ গম্বুজ। এ গম্বুজটি কিংবা গম্বুজের ছবিটি দেখলেই মুমিন-মুসলমান, আশেকে রাসূলদের প্রিয়নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পাকের কল্পনা করেন। মসজিদে নববীর এ বড় সবুজ গম্বুজটির এমন অনেক তথ্য রয়েছে, যা অনেকেরই অজানা। যা সংক্ষেপে তুলে ধরা হলো-
গম্বুজ বিহীন প্রিয় নবীর সমাধিস্থল: ৬৭৮ হিজরির আগে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমাধির ওপর কোনো গম্বুজ ছিল না। ৬৭৮ হিজরি সনে আল-নাসির হাসান ইবনে মুহাম্মদ কালায়ুন সর্ব প্রথম প্রিয় নবীর সমাধিস্থলের ওপর গম্বুজ নির্মাণ করেন। যা কাঠ দ্বারা নির্মিত ছিল।