লাদাখ নিয়ে অনড় মনোভাব ভারত ও চীনের

ডয়েচ ভেল (জার্মানী) প্রকাশিত: ০১ সেপ্টেম্বর ২০২০, ১৩:০০

লাদাখ নিয়ে ফের সুর চড়ালো ভারত এবং চীন। ২৯ অগাস্ট রাত থেকে ৩০ অগাস্ট ভোর পর্যন্ত নতুন করে সংঘর্ষের ঘটনা ঘটেছে প্যাংগং লেক অঞ্চলে। সোমবার এ বিষয়ে বিবৃতি জারি করেছিল ভারতের প্রতিরক্ষা মন্ত্রক। সোমবার রাতে চীনও বিবৃতি জারি করে বলেছে, ভারত স্থিতাবস্থা লঙ্ঘন করেছে। ঠিক কী ঘটেছিল ২৯ রাত থেকে ৩০ ভোর পর্যন্ত, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। ভারত দাবি করেছে, প্যাংগং লেকের দক্ষিণ ভাগে চীনের সেনা দেখতে পেয়ে ভারতীয় জওয়ানরা সেখানে উপস্থিত হয় এবং তাদের পিছু হঠতে বাধ্য করে। অন্য দিকে চীনের দাবি, ভারত প্রকৃত নিয়ন্ত্রণরেখার স্থিতাবস্থা ভেঙে তাদের এলাকার মধ্যে ঢুকে পড়েছিল। সে কারণেই দুই সেনার মধ্যে সংঘর্ষ হয়। সেনার একটি সূত্র জানাচ্ছে, প্যাংগংয়ের দক্ষিণ প্রান্তে একটি পাহাড়ের উপর নিজেদের দখল কায়েম করেছে ভারত। স্ট্র্যাটেজিক সেই জায়গাটি নিয়েই দুই দেশের সেনার মধ্যে নতুন করে সংঘর্ষ শুরু হয়েছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us